Wednesday, April 10, 2024

সৌদি,পাকিস্তানসহ কোন দেশে ৩০ আর কোন দেশে ২৯ রোজা শেষে ঈদ হচ্ছে

 

    লেবাননের বৈরুতে আল আমিন মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ—পাকিস্তান, ভারতের একাংশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ এসব দেশে ঈদ হচ্ছে।


এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।


হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।


    অস্ট্রেলিয়ার সিডনিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর কোলাকুলি করছেন দুই ব্যক্তি, ১০ এপ্রিল


আজ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিসর, ওমান, লেবানন, ইয়েমেন, তিউনিসিয়া, আলজেরিয়া, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে ঈদ উদ্‌যাপিত হচ্ছে।


বেশির ভাগ দেশেই ৩০ রোজা শেষে ঈদ উদ্‌যাপিত হচ্ছে। তবে পাকিস্তানে গতকাল মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মানুষ ২৯ রমজান শেষে আজ ঈদ উদ্‌যাপন করছে।


পাকিস্তানে অন্য বছর বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন সময়ে ঈদ উদ্‌যাপিত হলেও এবার একযোগে সারা দেশে ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মরক্কোতেও ২৯ রোজা শেষে ঈদ হচ্ছে।


যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনেও আজ ঈদ। গাজা উপত্যকার মানুষেরা যখন ঈদ উদ্‌যাপন করছেন, তখন তাদের মাথার ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছে ইসরায়েলি ড্রোন।


চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে ঈদ হবে আগামীকাল বৃহস্পতিবার। ভারতের লাদাখ ও কেরালায় গতকাল চাঁদ দেখা যাওয়ায় সেখানে আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরেও আজ ঈদ। ভারতের বাকি অংশে ঈদ উদ্‌যাপিত হবে বৃহস্পতিবার।


   গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নেন ফিলিস্তিনিরা, ১০ এপ্রিল


সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান মুসলিম দেশগুলোর নেতাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল তারবার্তা পাঠিয়ে তাঁরা এই শুভেচ্ছা জানান।


সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ঈদের ছুটিতে মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগের আগ্রহ থেকে সৌদি নেতৃত্ব এসব তারবার্তা পাঠিয়েছে। বার্তায় সৌদি বাদশাহ ও যুবরাজ মুসলিম বিশ্বের আরও নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রত্যাশা জানিয়েছেন।


সংযুক্ত আরব আমিরাতে আজ সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী আরব ও মুসলিম বিশ্বের নেতাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় গাজা উপত্যকার মানুষদের প্রতি সংহতি জানিয়েছেন।

সূত্র: ডন, আহরাম, হিন্দুস্তান টাইমস, গালফ নিউজ

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...