Friday, December 27, 2024

No comment until investigation into Azerbaijan plane crash is complete: Kremlin

    A man lays flowers in memory of those killed in the plane crash in Azerbaijan. At the Embassy of Azerbaijan in Moscow, the capital of Russia, on 26 December 2024


The Kremlin said it would not comment until the ongoing investigation into the crash in Azerbaijan is completed. According to some media reports, the plane was shot down by a missile fired from the Russian air defense system. Then the Kremlin made this comment.

"The investigation is ongoing," Kremlin spokesman Dmitry Peskov told reporters on Friday. We think we should not comment on this until the investigation is over.

The Azerbaijan Airlines flight (Flight J2-8243) crashed near the city of Aktau in Kazakhstan last Wednesday. 38 people were killed. There were 67 passengers and crew in the aircraft.

The Embraer-190 passenger plane was on its way from Baku, the capital of Azerbaijan, to the city of Grozny in the Republic of Chechnya, Russia. At one point the aircraft was turned around.

It was forced to make an emergency landing about three kilometers from the city of Aktau in Kazakhstan. The aircraft is believed to have crashed at this time.

Azerbaijan's pro-government website Caliber quoted officials as saying the plane was hit by a missile fired from Russia's Pantsir-S air defense system.

Azerbaijan Airlines suspended seven flights to Russia today. The action has been taken 'considering the security risk of the flight'. Earlier they announced the suspension of flights to Grozny in Russia and Makhachkala in Dagestan. Dagestan is a neighboring republic of Chechnya.

Meanwhile, Azerbaijani lawmaker Rasim Musabekov called for an apology from Russia over the plane crash.

'The guilty must be punished, they (Russia) should accept it," he told AFP. At the same time, it should be promised that such incidents will not be repeated. Even regrets should be expressed and compensation should be prepared.'

ইরানে নারী ভক্তকে আলিঙ্গন করায় ফুটবল খেলোয়াড়কে তলব

    ইরানের জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার রামিন রেজাইয়ান
 

এক নারী ভক্তকে আলিঙ্গন করায় ইরানের জাতীয় দলের এক খেলোয়াড়কে তলব করেছে দেশটির ফুটবল ফেডারেশনের নৈতিকতা কমিটি। ঘরোয়া লীগের একটি ম্যাচ শুরুর আগে গতকাল বৃহস্পতিবার রামিন রেজাইয়ান নামের ওই খেলোয়াড় এক নারী ভক্তকে আলিঙ্গন করেছিলেন।


আজ শুক্রবার ইরানের স্থানীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ফুটবল ফেডারেশনের নৈতিকতা কমিটি রামিন রেজাইয়ানকে তলব করেছে।

ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রেজাইয়ান দেশটির তেহরানের ইস্তেগলাল ক্লাবে খেলেন। গতকাল দেশটির মধ্য ইয়াজদ প্রদেশের চাদোরমালু ক্লাবের বিরুদ্ধে তাঁর ক্লাবের খেলা ছিল। খেলা শুরুর আগে তিনি এক নারী ভক্তকে আলিঙ্গন করেছিলেন। তবে রেজাইয়ানকে তলব করার ঘটনায় ইরানের ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত মন্তব্য করেনি।

৩৪ বছর বয়সী রেজাইয়ান ইরানের হয়ে এরই মধ্যে ৬০টির বেশি ম্যাচ খেলেছেন। এই ইরানি ডিফেন্ডার কাতার ও বেলজিয়ামের ফুটবল ক্লাবেও খেলেছেন।


ইরানে ইসলামি আইন অনুযায়ী, ঘনিষ্ঠ আত্মীয় না হলে নারী-পুরুষের মধ্যে শারীরিক সংস্পর্শে আসা নিষিদ্ধ। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে নারীদের ফুটবল খেলার মাঠে যাওয়া সাধারণভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু ২০২২ সালের আগস্টে চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলাকালে নারীদের ফুটবল মাঠে খেলা দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ৪০ বছরের বেশি সময়ের মধ্যে দেশটিতে এ ধরনের ঘটনা এটাই প্রথম।


গত এপ্রিলেও চ্যাম্পিয়নশিপ ম্যাচে গতকালের মতো ঘটনা ঘটেছিল। সে সময় তেহরানের ইস্তেগলাল ক্লাবের গোলরক্ষক হোসেন হোসেনিকে এক নারী সমর্থককে আলিঙ্গন করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। তাঁর বিরুদ্ধে ‘খেলার নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণের’ অভিযোগ আনা হয়েছিল। একই ঘটনায় তাঁকে দেশটির ফুটবল ফেডারেশন ৪ হাজার ৭০০ ডলারের সমপরিমাণ অর্থ জরিমানা করেছিল বলে সংবাদমাধ্যমের খবরে আসে।

দুই বছর পর আবার জাহাজ রপ্তানি শুরু

    এমভি রায়ান নামের এই জাহাজটি রপ্তানি হচ্ছে আরব আমিরাতে


বাংলাদেশ থেকে সর্বশেষ জাহাজ রপ্তানি হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে। প্রায় দুই বছর পর আবার জাহাজ রপ্তানি শুরু হচ্ছে। চট্টগ্রামভিত্তিক জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ‘রায়ান’ নামের একটি জাহাজ রপ্তানি করবে।


ল্যান্ডিং ক্রাফট ধরনের এই জাহাজের মাধ্যমে ভুলতে বসা জাহাজ রপ্তানির কথা সামনে আনল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। প্রতিষ্ঠানটি একই ক্রেতার কাছে পর্যায়ক্রমে আরও সাতটি জাহাজ রপ্তানি করবে বলে জানিয়েছে।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি সর্বশেষ জাহাজ রপ্তানি করেছে ২০২০ সালের ২৯ জানুয়ারি। এদিন ১ কোটি ১০ লাখ ডলার মূল্যের দুটি জাহাজ ভারতে রপ্তানি করেছিল তারা। এ হিসেবে প্রতিষ্ঠানটি পাঁচ বছর পর রপ্তানিতে ফিরল। অবশ্য এ সময় শিপইয়ার্ডটি দেশীয় বিভিন্ন সংস্থার জন্য জাহাজ তৈরি করেছে।


ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, জাহাজ রপ্তানিতে যে খরা ছিল, তা দীর্ঘদিন পর কাটতে যাচ্ছে। বৈশ্বিক মন্দা কাটিয়ে জাহাজ নির্মাণের খাতে এখন আবার প্রবৃদ্ধি বাড়ছে। এতে করে নতুন কার্যাদেশ আসার সম্ভাবনা বেড়েছে।


বাংলাদেশ থেকে প্রথম জাহাজ রপ্তানি করে ঢাকার আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ। ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর ডেনমার্কে জাহাজ রপ্তানির মাধ্যমে এই অভিযাত্রা শুরু হয়। এরপর ২০১০ সালে জাহাজ রপ্তানিতে যুক্ত হয় চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের নাম। ওই বছরের ৩০ নভেম্বর প্রতিষ্ঠানটি জার্মানিতে একটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে। বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান এ দুটিই।


তবে দেড় যুগ আগে জাহাজ রপ্তানিতে বাংলাদেশের উদ্যোক্তারা সম্ভাবনা দেখালেও তা ছিল ক্ষণস্থায়ী। কারণ, ২০১১ সাল থেকে বৈশ্বিক জাহাজ নির্মাণশিল্পের মন্দার মূল প্রভাব পড়তে শুরু করে বাংলাদেশে। অনেকগুলো রপ্তানি আদেশ বাতিল করেন বিদেশি ক্রেতারা। করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আবার ধাক্কা আসে এই খাতে। এই দুই মিলে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হন। জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান দুটির ঋণও অনিয়মিত হয়ে পড়ে। তবে সরকারের বিশেষ নীতিসহায়তা কাজে লাগিয়ে এখন আবার উঠে দাঁড়াচ্ছে তারা।


মন্দার সময় আনন্দ শিপইয়ার্ডের ১০টি জাহাজের নির্মাণকাজের আদেশ বাতিল হয়েছিল। এমন সময় বাতিল হয়, যখন পাঁচটি জাহাজের নির্মাণকাজ এগিয়ে গিয়েছিল। দুই বছর আগে দুটি জাহাজ তারা অন্য ক্রেতার কাছে রপ্তানি করে। এখন নির্মাণাধীন বাকি তিনটি জাহাজের জন্য ক্রেতা খুঁজে পেয়েছে প্রতিষ্ঠানটি। অর্থায়ন পাওয়া গেলে এই তিন জাহাজের নির্মাণকাজ শেষ করে রপ্তানি করতে চায় তারা।


জানতে চাইলে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজের নির্বাহী পরিচালক তারিকুল ইসলাম বলেন, ‘দুই সপ্তাহ আগে তুরস্কের ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আমাদের ইয়ার্ড পরিদর্শন করেছেন। সবকিছু ঠিক হলে এই তিন জাহাজের বাকি নির্মাণকাজ শেষ করে রপ্তানি করা সম্ভব হবে।’


জাতীয় রাজস্ব বোর্ড ও উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মোট জাহাজ ও জলযান রপ্তানি হয়েছে ৪৫টি। এর মধ্যে সমুদ্রগামী জাহাজের সংখ্যা ১৯। বাকিগুলো ফেরি ও বিভিন্ন ধরনের সমুদ্রগামী জলযান। এসব জাহাজ ও জলযান রপ্তানির মাধ্যমে আয় হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকার সমমানের বৈদেশিক মুদ্রা।

Tuesday, December 10, 2024

The recently arrested former defense minister in South Korea attempted suicide

 

    Former South Korean Defense Minister Kim Yong-hyun

South Korea's recently arrested former defense minister Kim Yong-hyun has attempted suicide. The country's Ministry of Justice said this on Wednesday.

The Ministry has informed the Parliament that Kim Yong-hyun attempted suicide late last night and failed. Now he is kept in a guard room. He is now healthy.

Earlier this month, President Yoon Suk-yeol suddenly declared martial law in South Korea. Because of this political tension started in the country. The members of the country's parliament took a stand against the president's announcement. Within hours, the president was forced to withdraw the declaration of martial law in the face of protests.

Due to this incident, South Korea's politics was in extreme crisis. Then the opposition took the initiative to impeach President Yoon Suk-yeol in parliament to remove him from power. However, the ruling party blocked the initiative, even though President Yoon Suk-yeol is facing extreme obstacles within his own party.

Defense Minister Kim Yong-hyun resigned amid political tensions. He was accused of advising the president to impose martial law. Kim Yong-hyun announced his resignation with this responsibility in mind. He was later arrested.

Meanwhile, investigators searched the South Korean president's office today. The media reported that they seized the documents of the cabinet meeting on the night of martial law. 18 investigators participated in the search operation.

President Yoon Suk-yeol was not in his office when the search was conducted.

লংমার্চ নিয়ে আগরতলা স্থলবন্দরের দিকে বিএনপির তিন সংগঠনের যাত্রা

 

    ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত সীমান্ত অভিমুখে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ‘লংমার্চ’ এর উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে নয়াপল্টনে

ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লংমার্চ করছে তারা।


আজ বুধবার সকাল ৮টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হওয়ার কথা ছিল, শুরু হয় সকাল সাড়ে ৯টার দিকে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ৭টার পর থেকে বিএনপির তিন সংগঠনের নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন।


সংগঠন তিনটির নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন।


লংমার্চে থাকা ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব পাটোয়ারী বলেন, বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে সকাল ১০টার কিছু সময় আগে নয়াপল্টন থেকে তাঁদের লংমার্চ শুরু হয়েছে। লংমার্চের বহরে প্রায় দুই হাজার গাড়ি রয়েছে বলে জানান তিনি।


গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমকে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়ে পল্টন-ফকিরাপুল-ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবে। এরপর সাইনবোর্ড-চিটাগং রোড-কাঁচপুর মোড়-তারাব-বরফা-ভুলতা, গাউছিয়া-চনপাড়া, মাধবদী-পাঁচদোনা-সাহেপ্রতাব, ভেলানগর-ইটখোলা-মারজাল-বারুইচা হয়ে ভৈরব পৌঁছাবে লংমার্চ। এরপর ভৈরব পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা দেবে।


এদিকে লংমার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।


    ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপির তিন সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হন


সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিচ্ছে। ভারতের শাসকগোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত। অথচ ভারত গণতান্ত্রিক দেশ!


বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়?’


রুহুল কবির রিজভী বলেন, ভুটান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকেরা নিজের কথায় চলুক, এটা ভারত চায় না। দিল্লির কথায় চলতে হবে কেন? বাংলাদেশের মানুষের রক্তের তেজ, আত্মশক্তি, বীরত্ব দিল্লির শাসকেরা বুঝতে পারেননি।


বিএনপির তিন সংগঠনের আয়োজনে আয়োজিত এই লংমার্চ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...