Friday, December 27, 2024

ইরানে নারী ভক্তকে আলিঙ্গন করায় ফুটবল খেলোয়াড়কে তলব

    ইরানের জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার রামিন রেজাইয়ান
 

এক নারী ভক্তকে আলিঙ্গন করায় ইরানের জাতীয় দলের এক খেলোয়াড়কে তলব করেছে দেশটির ফুটবল ফেডারেশনের নৈতিকতা কমিটি। ঘরোয়া লীগের একটি ম্যাচ শুরুর আগে গতকাল বৃহস্পতিবার রামিন রেজাইয়ান নামের ওই খেলোয়াড় এক নারী ভক্তকে আলিঙ্গন করেছিলেন।


আজ শুক্রবার ইরানের স্থানীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ফুটবল ফেডারেশনের নৈতিকতা কমিটি রামিন রেজাইয়ানকে তলব করেছে।

ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রেজাইয়ান দেশটির তেহরানের ইস্তেগলাল ক্লাবে খেলেন। গতকাল দেশটির মধ্য ইয়াজদ প্রদেশের চাদোরমালু ক্লাবের বিরুদ্ধে তাঁর ক্লাবের খেলা ছিল। খেলা শুরুর আগে তিনি এক নারী ভক্তকে আলিঙ্গন করেছিলেন। তবে রেজাইয়ানকে তলব করার ঘটনায় ইরানের ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত মন্তব্য করেনি।

৩৪ বছর বয়সী রেজাইয়ান ইরানের হয়ে এরই মধ্যে ৬০টির বেশি ম্যাচ খেলেছেন। এই ইরানি ডিফেন্ডার কাতার ও বেলজিয়ামের ফুটবল ক্লাবেও খেলেছেন।


ইরানে ইসলামি আইন অনুযায়ী, ঘনিষ্ঠ আত্মীয় না হলে নারী-পুরুষের মধ্যে শারীরিক সংস্পর্শে আসা নিষিদ্ধ। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে নারীদের ফুটবল খেলার মাঠে যাওয়া সাধারণভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু ২০২২ সালের আগস্টে চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলাকালে নারীদের ফুটবল মাঠে খেলা দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ৪০ বছরের বেশি সময়ের মধ্যে দেশটিতে এ ধরনের ঘটনা এটাই প্রথম।


গত এপ্রিলেও চ্যাম্পিয়নশিপ ম্যাচে গতকালের মতো ঘটনা ঘটেছিল। সে সময় তেহরানের ইস্তেগলাল ক্লাবের গোলরক্ষক হোসেন হোসেনিকে এক নারী সমর্থককে আলিঙ্গন করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। তাঁর বিরুদ্ধে ‘খেলার নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণের’ অভিযোগ আনা হয়েছিল। একই ঘটনায় তাঁকে দেশটির ফুটবল ফেডারেশন ৪ হাজার ৭০০ ডলারের সমপরিমাণ অর্থ জরিমানা করেছিল বলে সংবাদমাধ্যমের খবরে আসে।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...