Tuesday, August 27, 2024

‘ত্রাণবাহী গাড়ির চাপে’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

 

    রাজধানীর যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনের যানজট। আজ সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘ত্রাণবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের চাপে’ প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আজ বুধবার ভোরে শুরু হওয়া এই যানজট রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের মদনপুরে চট্টগ্রামমুখী লেনে গিয়ে শেষ হয়েছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট রুটের যাত্রী ও চালকেরা।


কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।


ওসি বলেন, আজ ভোর থেকেই বিভিন্ন ট্রাক ও পিকআপে করে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন অনেকে। ত্রাণবাহী গাড়িগুলো আগে নেওয়ার জন্য অন্য যানবাহনগুলো সাইডে রাখেন ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া লোকজন। সড়কে এই বিশৃঙ্খলার জন্যই দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

অসহনীয় গরমে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে আছেন যাত্রীরা। তাঁরা এ অবস্থা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন। আর পুলিশ বলছে, যানজট নিরসনে তৎপর তারা।


গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে দীর্ঘ যানজট দেখা দেওয়ায় এর প্রভাব পড়েছে আশপাশের সড়কেও। এসব সড়কেও গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে তারাব বিশ্বরোড মোড় পর্যন্ত সড়কে যানজটের খবর পাওয়া গেছে।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...