Wednesday, February 21, 2024

ভেটো দিয়ে গাজায় ইসরায়েলের ‘হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার’ সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র: চীন

 

    গাজায় ইসরায়েলের বোমা হামলা

ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় নিন্দা জানিয়েছে চীন। আলজেরিয়া জাতিসংঘে এই প্রস্তাব এনেছিল।


বেইজিং বলছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘ভুল বার্তা’ এবং গাজায় ইসরায়েলের ‘হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া’কে সবুজ সংকেত দেবে। যুদ্ধ শেষ করার চলমান আলোচনাকে তাদের ভেটো ‘বাধাগ্রস্ত’ করবে।


হোয়াইট হাউস দাবি করেছে, যুদ্ধের অবসানে যে আলোচনা চলছে, আলজেরিয়ার তোলা প্রস্তাবটি সেটিকে ঝুঁকিতে ফেলত।


যুক্তরাষ্ট্র উল্টো নিজেদের আনা সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবটি পেশ করে। যেখানে ইসরায়েলকে রাফাহ শহরে আগ্রাসন না চালাতে সতর্ক করা হয়েছে।


জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যসহ ১৫ সদস্যরাষ্ট্র রয়েছে। এর মধ্যে ৩ স্থায়ী সদস্য চীন, রাশিয়া ও ফ্রান্সসহ ১৩ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে, যুক্তরাজ্য ভোটদানে বিরত থাকে আর যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট (ভেটো) দেয়।


নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদেশগুলোর যে কেউ এককভাবে কোনো প্রস্তাবে ভেটো দিয়ে তা বাতিলের ক্ষমতা রাখে। যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর অর্থ হলো, প্রস্তাবটি গৃহীত হবে না।


যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার প্রতিক্রিয়ায় চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, যুক্তরাষ্ট্রের এমন দাবি ‘পুরোপুরি অসমর্থনযোগ্য’। যুদ্ধক্ষেত্রে এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়টিকে এড়িয়ে যাওয়া ক্রমাগত হত্যাকাণ্ড চালিয়ে যাওয়াকে সবুজ সংকেত দেওয়া ছাড়া আর কিছু নয়।


ঝাং জুন আরও বলেন, ‘এই যুদ্ধ যেভাবে ছড়িয়ে পড়ছে, তা পুরো মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীল পরিস্থিতি ও বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি করছে। শুধু গাজা যুদ্ধের আগুন নেভানোর মাধ্যমে আমরা পুরো অঞ্চলে নরকের আগুন ছড়িয়ে পড়া বন্ধ করতে পারি।’


জাতিসংঘের নিযুক্ত আলজেরিয়ার শীর্ষ কূটনীতিক আমর বেন্দজামা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে নিরাপত্তা পরিষদ আরেকবার ব্যর্থ হলো। নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখুন, ইতিহাস আপনাদের কীভাবে দেখবে।’


যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোও ওয়াশিংটনের এই ভেটোর সমালোচনা করেছে। জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলা দ্য রিভি রে ‘ঘটনাস্থলের বিপর্যয়কর পরিস্থিতি তুলে ধরা সত্ত্বেও’ প্রস্তাব পাস না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন।


ভেটো প্রয়োগের পর জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, গাজায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে, এর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান জানানোর এটি সঠিক সময় নয়।


যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উলওয়ার্ডও যুক্তরাষ্ট্রের সঙ্গে একই সুরে সুর মেলান।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...