Sunday, December 31, 2023

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালসহ ৮ জনের কারাদণ্ড

 

    মোয়াজ্জেম হোসেন আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আটজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ১০ বছর আগে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় তাঁদের এই সাজা দেওয়া হয়েছে।


ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম আজ রোববার এই রায় দেন।


সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের আইনজীবী তাহেরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।


কারাদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া (জুয়েল), বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, বিএনপি নেতা হারুন অর রশীদ, শহিদুল হক, ইব্রাহীম এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম (মাসুদ)।

আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম বলেন, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করে।


এই মামলা তদন্ত করে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষ থেকে ১৭ জন সাক্ষীর মধ্যে ছয়জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। আদালতের রায়ে সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ আটজনকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।


রায় ঘোষণার আগে কারাগার থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও সাইফুল আলমকে আদালতে হাজির করা হয়। পলাতক বাকি ছয়জনের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।


গত বৃহস্পতিবার গুলশান থানার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের ২১ মাস করে কারাদণ্ড দেন আদালত।


এর আগে দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানসহ দলটির কেন্দ্রীয় কয়েকজন নেতার সাজা হয়েছে।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...