Monday, October 7, 2024

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আলটিমেটামে ডিনের পদত্যাগ

 

    অধ্যাপক মাজহারুল হাসান মজুমদার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের পদ ছেড়েছেন মাজহারুল হাসান মজুমদার। নিজ বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে আলটিমেটাম পাওয়ার পর গতকাল সোমবার বিকেলে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।


মাজহারুল হাসান বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ২০২৩ সালের ৬ জুন তিনি ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্ব পান। এর এক বছর তিন মাসের মধ্যে তিনি পদটি ছাড়লেন।


মাজহারুল হাসান মজুমদারের পদত্যাগপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির।

পদত্যাগপত্রে মাজহারুল হাসান লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে আজ ৭ অক্টোবর থেকে স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদ) ডিন থেকে পদত্যাগ করলাম।’

এর আগে গত বুধবার মাজহারুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন বিভাগটির শিক্ষার্থীরা। তাঁকে গত বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়। এর চার দিন পর গতকাল তিনি পদত্যাগ করেন।


ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুবুল ইসলাম বলেন, ‘গত ১৫ আগস্ট অধ্যাপক মাজহারুল হাসানের পদত্যাগের দাবি জানিয়েছি। তিনি বিলম্ব করে দেড় মাস ধরে পদত্যাগ করছিলেন না। এরপর গত বুধবার আমরা এক দিনের আলটিমেটাম দিই। কিন্তু তিনি সোমবার পর্যন্ত সময় চেয়েছিলেন।’


২০২২ সালে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্যবিরোধী আন্দোলনের সময় নিরাপত্তাকর্মীকে দিয়ে ফেনসিডিল আনা, মাদক সেবন, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়া, প্রশ্নপত্র ফাঁস, বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণসহ নানা অভিযোগ ওঠে মাজহারুল হাসানের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর পদত্যাগের দাবি জানান বিভাগটির শিক্ষার্থীরা।


অভিযোগের বিষয়ে জানতে মাজহারুল হাসান মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...