Thursday, August 1, 2024

টিকটকের প্রধান কার্যালয়ে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ৬০

 

    টিকটকের লোগো

সিঙ্গাপুরে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের প্রধান কার্যালয়ে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৬০ কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়া এসব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৫৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সিঙ্গাপুরের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন। বাইটড্যান্স নিজেও আলাদা করে নিজেদের কর্মকর্তা-কর্মাচারীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায়।


সিঙ্গাপুরের বাইটড্যান্সের এই কার্যালয়ে কোনো ধরনের খাবার প্রস্তুত বা রান্না করা হয় না। তৃতীয় পক্ষের মাধ্যমে খাবার সংগ্রহ করে থাকে।


স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিঙ্গাপুরের বাণিজ্য জেলায় অবস্থিত বাইটড্যান্সের ওই ভবন থেকে অসুস্থদের হাসপাতালে নেওয়ার জন্য ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল।


বাইটড্যান্সের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। অসুস্থ সব কর্মীকে সহায়তা করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। চিকিৎসা দিতে আমরা জরুরি সেবা বিভাগের সঙ্গেও কাজ করছি।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি, এ জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।’


চীনের উদ্যোক্তাদের মালিকানাধীন বাইটড্যান্স ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। চীনে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও অ্যাপ ‘দোয়িন’ দিয়ে কোম্পানিটি প্রথম বড় ধরনের সাফল্য পায়। পরের বছর ২০১৩ সালে টিকটক বাজারে আনে বাইটড্যান্স। এটা দোয়িনের আন্তর্জাতিক সংস্করণ।


টিকটক চীনে ব্যবহার করা যায় না। তবে সারা বিশ্বে স্বল্পদৈর্ঘ্যের অ্যাপটির ১০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...