সিলেট জেলার মানচিত্র
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে দুই যুবক নিহত হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর লাশ ফেরত আনা হয়েছে। গতকাল সোমবার রাত আটটার পর উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকা দিয়ে তাঁদের লাশ আনা হয়।
নিহত দুজন হলেন উপজেলার কালীবাড়ি গ্রামের আলী হোসেন (৩০) ও কাওসার আহমদ (৩২)। গতকাল রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছ থেকে লাশগুলো বুঝে নেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কালাইরাগ ক্যাম্পের সদস্যরা।
এর আগে গত রোববার সন্ধ্যা ৬টার দিকে কোম্পানীগঞ্জে কালাইরাগ ভারত সীমান্ত এলাকার ১২৫৩ পিলারের পাশে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে আলী ও কাওসার নিহত হন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশি নিহতের ঘটনার পর থেকে লাশ দেশে ফিরিয়ে আনার তৎপরতা চালায় বিজিবি। গতকাল বিএসএফের সঙ্গে বিজিবির কর্মকর্তাদের পতাকা বৈঠক শেষে রাত আটটার পর লাশ হস্তান্তর করা হয়। এ সময় নিহত ব্যক্তিদের স্বজনসহ স্থানীয় বাসিন্দারা কলাইরাগ সীমান্ত এলাকায় ভিড় জমান। পরে রাতে বিজিবির কাছ থেকে পুলিশের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।
উপজেলার উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, নিহত ব্যক্তিদের বাড়ি সীমান্ত এলাকায় হওয়ায় মাঝেমধ্যে কাঠ আনতে ভারত সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করতেন তাঁরা। রোববারও কাঠ আনতে দেশটির সীমান্তে প্রবেশ করেছিলেন।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান খান বলেন, নিহত দুজনের মরদেহ দেশে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

No comments:
Post a Comment