Monday, June 10, 2024

চাঁদপুরের এক স্কুলের তিন ছাত্রী বাস্কেটবলের প্রশিক্ষণে যাচ্ছে যুক্তরাষ্ট্রে

 

    যুক্তরাষ্ট্রে বাস্কেটবলের উচ্চতর প্রশিক্ষণে যাচ্ছে চাঁদপুরের একই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীসহ পাঁচজন

যুক্তরাষ্ট্রে বাস্কেটবল প্রশিক্ষণে যাচ্ছে চাঁদপুরের একই প্রতিষ্ঠানের তিন নারী শিক্ষার্থী। আগামী শুক্রবার (১৪ জুন) তারা দেড় মাসের প্রশিক্ষণে দেশ ছাড়বে। তারা হচ্ছে চাঁদপুর সদরের বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার, সদ্য এসএসসি পাস করা ইতি আক্তার ও নবম শ্রেণির ফারহানা আক্তার।


যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্পোর্টস ডিপ্লোমেসির স্পোর্টস ভিজিটর প্রোগ্রাম ২০২৪-এর আওতায় ইয়ুথ স্পোর্টস অ্যান্ড উইমেনস ইমপ্রুভমেন্টের প্রশিক্ষণ পাবে তারা। ১৫ থেকে ২৯ জুন পর্যন্ত চলবে প্রশিক্ষণ।


বাংলাদেশ থেকে ‘দেশি বলার্স’ নামের একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণে চাঁদপুরের তিনজনসহ পাঁচ ছাত্রীকে বাস্কেটবল খেলার উচ্চতর প্রশিক্ষণের জন্য চূড়ান্ত করা হয়। অন্য দুজন হচ্ছে ঢাকার ইরাদা আজম ও সাফরিনা জারিন। তাদের বাংলাদেশি কোচ হিসেবে থাকবেন ইব্রাহিম মোহাম্মদ।


দেশি বলার্সের সহপ্রতিষ্ঠাতা মনিকা নাসরিন জানান, ২০১৮ সাল থেকে তাঁরা দেশের অনূর্ধ্ব ১৮ নারীদের বাস্কেটবল, ফুটবল ও ভলিবল নিয়ে উচ্চ প্রশিক্ষণ দিয়ে আসছেন। এ বছর তাঁরা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ থেকে পাঁচজনকে মনোনীত করেন। আর এতে সহযোগিতা করে চাঁদপুর বাস্কেটবল একাডেমি। যুক্তরাষ্ট্রের জুলি ফাউডি স্পোর্টস একাডেমির মনোনীত কোচরা তাদের প্রশিক্ষণ দেবেন।


দেশবাসীর কাছে দোয়া চাই, যেন ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে বাস্কেটবলকে পৃথিবীর বুকে তুলে ধরে দেশ ও পরিবারের সম্মান বয়ে আনতে পারি

ইতি আক্তার, শিক্ষার্থী


চাঁদপুর বাস্কেটবল একাডেমির সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমরা একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন আকাশের নেতৃত্বে বিভিন্ন কোর্সে সহযোগিতায় এই তিন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় পাঠাই। তারা ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোরসহ বিভিন্ন জায়গায় বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নেয়। পরে দেশি বলার্স তাদের তিনজনকে উচ্চতর প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ করে দিয়েছে।


প্রশিক্ষণে অংশগ্রহণকারী দলের ক্যাপ্টেন সুমাইয়া আক্তার বলে, ‘আমরা তিনজনই গ্রামের। বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি থেকে বাস্কেটবল প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রে যাব, কল্পনা করিনি স্বপ্নেও। আমরা কৃতজ্ঞ বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির কাছে। আমরা কৃতজ্ঞ চাঁদপুর বাস্কেটবল একাডেমির কাছে।’


শিক্ষার্থী ইতি আক্তার বলে, ‘দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, যেন ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে বাস্কেটবলকে পৃথিবীর বুকে তুলে ধরে দেশ ও পরিবারের সম্মান বয়ে আনতে পারি।’


   বাস্কেটবলে উচ্চতর প্রশিক্ষণে সুযোগ পাওয়া তিন নারী শিক্ষার্থীকে জেলা পরিষদের প্রণোদনা প্রদান

এদিকে গত শনিবার বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান তিন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছেন। এ ছাড়া একই দিন বিকেলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সামাজিক সংগঠন ‘একটি উদ্যোগ’-এর ‘চলেন হাঁটি’র সদস্যরা। ওই তিন শিক্ষার্থীকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেন চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী মনোয়ার হোসেন।


বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির প্রতিষ্ঠাতা মমিন উল্লাহ পাটোয়ারী বলেন, ‘আমার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর শুরু থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য চর্চার ব্যবস্থা করে আসছে। এতে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছে। এবার যারা বাস্কেটবল প্রশিক্ষণে যাবে, তারা তিনজনই সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। আমরা তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার পাসপোর্ট করতে শুধু সহায়তা করেছি। বাকিটা সম্পূর্ণ যুক্তরাষ্ট্র সরকার বহন করছে।’

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...