Saturday, May 25, 2024

ঠাকুরগাঁওয়ে সোনার খোঁজে ইটভাটায় খোঁড়াখুঁড়ি, ১৪৪ ধারা জারি

 

    সোনার আশায় এক সপ্তাহ ধরে ইটভাটায় স্তূপ করা মাটি খুঁড়ে যাচ্ছেন নানা বয়সী নারী, পুরুষ আর শিশুরা। শুক্রবার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে একটি ইটভাটায় সোনার খোঁজে কয়েক দিন ধরে হুলুস্থুল কাণ্ড চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।


গতকাল শনিবার রাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি থাকবে। রাতে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন।  


আরবি ব্রিকস নামের ইটভাটাটির অবস্থান উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর গ্রামে। ভাটার মালিক রুহুল আমিন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আরবি ব্রিকস নামের ইটভাটায় মাটির স্তূপ খুঁড়ে সোনা পাওয়া যাচ্ছে—এমন খবরে স্থানীয় লোকজনসহ আশপাশের বিভিন্ন জায়গার অসংখ্য মানুষ বেশ কিছুদিন ধরে খুনতি, কোদাল, বাসিলা দিয়ে মাটি খুঁড়ে সোনার সন্ধান করছে।


এতে যেকোনো সময় ঘটনাস্থলে মারামারি, খুন, জখমসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইটভাটা ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ইটের কাঁচামাল হিসেবে ফসলি জমি থেকে মাটি কেটে ভাটায় স্তূপ করে কর্তৃপক্ষ। সম্প্রতি সেই মাটি কাটতে গিয়ে শ্রমিকেরা সোনা পেয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।


এর পর থেকে কোদাল, খুনতি, শাবল, বসিলা নিয়ে সেখানে ভিড় করতে শুরু করেন গ্রামবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে আশপাশের এলাকা এমনকি দূরদূরান্ত থেকেও লোকজন এসে সেখানে ভিড় করছেন। তবে কে কে সোনা পেয়েছেন, তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...