Thursday, April 18, 2024

বিস্ফোরণের পর ইস্পাহানসহ কয়েকটি শহরে উড়োজাহাজ চলাচল স্থগিত করেছে ইরান

 

    ইরানের পতাকা

ইরানের ইস্পাহান শহরসহ কয়েকটি শহরের ওপর দিয়ে উড়োজাহাজ চলাচল স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ইস্পাহান শহরে বিমানবন্দরের কাছে বিস্ফোরণের পর এমন ঘোষণা দেওয়া হয়েছে।


ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘ইস্পাহান, সিরাজ এবং তেহরান শহরের ওপর দিয়ে ফ্লাইট চলাচল স্থগিত করা হলো।’


এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের খবর দেয়। আর এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজের খবরে বলা হয়, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে খবরগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।


ইরানের বার্তা সংস্থা ফারস-এর খবরে বলা হয়, কেন্দ্রীয় শহর ইস্পাহানের একটি বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।


ইস্পাহান প্রদেশে ইরানের নাতাঞ্জসহ কয়েকটি পারমাণবিক স্থাপনার অবস্থান। নাতাঞ্জ হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দু।


যুক্তরাষ্ট্রের বেসামরিক উড়োজাহাজ চলাচলসংক্রান্ত কেন্দ্রীয় প্রশাসনের ডেটাবেজে উড়োজাহাজ চলাচলের সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় শুক্রবার সকাল সাতটা পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা একটা) তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।


ফ্লাইট চলাচল শনাক্তকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুসারে, আজ শুক্রবার ভোরে উড়োজাহাজ সংস্থা এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের কয়েকটি ফ্লাইট ইরানের আকাশসীমা থেকে হঠাৎই অন্যদিকে মোড় নিয়েছে।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...