Sunday, March 24, 2024

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশে এ ভাষণ দেবেন।


আজ সকালে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস। তিনি বলেন, শেখ হাসিনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...