Sunday, March 10, 2024

টিসিবির সমঝোতা স্মারক স্বাক্ষর, রাশিয়া থেকে ভোগ্যপণ্য আমদানির আগ্রহ

 


বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রুশ ফেডারেশনের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন প্রোডিন্টোর্গের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।


রাশিয়ার পক্ষে প্রোডিন্টোর্গের সাধারণ পরিচালক আন্দ্রে গোলভানভ এবং বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, পিএসসি সমঝোতা স্মারকে সই করেন।


এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের উন্নয়ন সহযোগী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। রাশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক খাদ্যনিরাপত্তায় সহায়ক ভূমিকা পালন করবে।


শুধু রাশিয়াই নয়, ভারত ও মিয়ানমারের সঙ্গেও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি-রপ্তানির লক্ষ্যে চুক্তি প্রক্রিয়াধীন আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় দেশের রপ্তানিযোগ্য পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করছে।


এ সময় ঢাকায় রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকসান্ডার মান্তিতস্কি, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ঢাকায় রুশ ফেডারেশনের দূতাবাস গত বছরের ২২ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরিত এক নোট ভারবালের মাধ্যমে জানায়, রুশ ফেডারেশনের কৃষি মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধনী কোম্পানি প্রোডিন্টোর্গ বাংলাদেশে জিটুজি ভিত্তিতে বিভিন্ন ভোগ্যপণ্য যেমন হলুদ, মটর, ছোলা, মসুর ডাল, সূর্যমুখী তেল ইত্যাদি সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে।


সমঝোতা স্মারক চুক্তি নয়, এটি একধরনের ইচ্ছার বহিঃপ্রকাশ। এটি সই হলে পরবর্তী সময়ে তা পণ্য সরবরাহের ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...