Tuesday, March 5, 2024

উৎসবের আমেজে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট শুরু

 

    সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকেই সমিতি প্রাঙ্গণে আইনজীবীদের মধ্যে একধরনের উৎসবের আমেজ দেখা যায়

দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) দুই দিনব্যাপী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে আজ বুধবার সকাল ১০টার পর ভোট গ্রহণ শুরু হয়।


সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকেই সমিতি প্রাঙ্গণে আইনজীবীদের মধ্যে একধরনের উৎসবের আমেজ দেখা যায়। ‘সাদা’ ও ‘নীল’ ক্যাপ পরে আইনজীবীদের ভোটের সারিতে দাঁড়াতে দেখা যায়।


গত ১১ ফেব্রুয়ারি এক নোটিশে সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের (২০২৪-২৫) তারিখ ঘোষণা করা হয়। তফসিল অনুসারে, আজ বুধবার ও কাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী নির্বাচন হবে। উভয় দিন সকাল ১০টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।


নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের সকাল সাড়ে ১০টার দিকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার ভোটার সংখ্যা ৭ হাজার ৮৮৩। ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ৩৩ জন প্রার্থী হয়েছেন।


সভাপতি, সহসভাপতি (২টি), সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক (২টি), সদস্য ৭টি পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য এই নির্বাচন হয়ে থাকে।


সাধারণ আইনজীবীরা বলছেন, সমিতির নির্বাচনে বরাবরই মূলত দুটি প্যানেলের মনোনীত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। একটি হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল (সাদা হিসেবে পরিচিত)।


অন্যটি হলো বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল হিসেবে পরিচিত)। দুটি প্যানেল ইতিমধ্যে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। এ ছাড়া আরও কয়েকজন প্রার্থী হয়েছেন।


সাদা প্যানেলের প্রার্থী যাঁরা

তফসিল ঘোষণার পর ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ তাদের প্রার্থীদের (সাদা প্যানেল) নাম ঘোষণা করে। এই প্যানেল থেকে সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহসভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহসম্পাদকের দুটি পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ুন কবির নির্বাচনে প্রার্থী হয়েছেন।


সদস্য সাতটি পদে মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া, মাহমুদা আফরোজ, মো. বেলাল হোসেন, খালেদ মোশাররফ, মো. রায়হান রনি, সৌমিত্র সরদার ও রাশেদুল হক খোকন প্রার্থী হয়েছেন।


নীল প্যানেলের প্রার্থী যাঁরা

১৭ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল হিসেবে পরিচিত) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এই প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস, সহসভাপতি পদে মো. হুমায়ুন কবির ও সরকার তাহমিনা বেগম, কোষাধ্যক্ষ পদে মো. রেজাউল করিম, সহসম্পাদক পদে মাহফুজুর রহমান ও মো. আবদুল করিম প্রার্থী হয়েছেন। সদস্যের সাতটি পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহী, মো. শফিকুল ইসলাম শফিক, মো. রাসেল আহমেদ, মো. আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ ও মো. ইব্রাহিম খলিল প্রার্থী হয়েছেন।

বিভিন্ন পদে অন্য প্রার্থী যাঁরা

যাচাই–বাছাই শেষে ২৫ ফেব্রুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে ১৪টি পদের বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা ৩৩।


দুই প্যানেলের বাইরে সভাপতি পদে আরও দুজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন মো. ইউনুছ আলী আকন্দ ও মো. খলিলুর রহমান বাবলু (এম কে রহমান)। সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও নাহিদ সুলতানা যূথী সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। মো. সাইফুল ইসলাম কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...