Saturday, March 30, 2024

ভারতে সরকারের সমালোচকদের ‘বিনা বিচারে বন্দী’, উদ্বেগ ১৬ বিশ্ববর‌েণ্য শিক্ষাবিদের

 

    ভারতে সাংবাদিকদের ওপর নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ

ভারতে কেন্দ্রীয় সরকারের সমালোচনাকারী লেখক, সাংবাদিক ও অধিকারকর্মীদের বিনা বিচারে কারাগারে বন্দী রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ১৬ শিক্ষাবিদ। একই সঙ্গে ভারতে গণতন্ত্র ও নাগরিক অধিকার সুরক্ষিত রাখতে বিচার বিভাগসহ দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।


‘ভারতে মৌলিক স্বাধীনতার অবমাননা’ শীর্ষক এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন ১৬ শিক্ষাবিদ। তাঁদের মধ্যে রয়েছেন লেখক অমিতাভ ঘোষ, মার্কিন অধ্যাপক মার্থা নাসবাউম, ওয়েন্ডি ব্রাউন, শেলডন পোলক প্রমুখ। এই বিবৃতির প্রতি সমর্থন জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও।


১৬ শিক্ষাবিদের বিবৃতিতে বলা হয়, ৭৫ বছর বয়সী জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক ও স্বাধীন সংবাদমাধ্যম নিউজক্লিকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ছয় মাস কারাবন্দী করে রাখা হয়েছে।


কিন্তু কোনো অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। তাঁর অফিস ও বাসায় কয়েক সপ্তাহ ধরে অপরাধসংক্রান্ত প্রমাণের খোঁজে বারবার তল্লাশি চালানো হয়েছে। তবে কিছুই পাওয়া যায়নি। গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে এমন পদক্ষেপের ক্ষতিকর প্রভাবগুলো সবার নজরে আসা উচিত।


বিবৃতিতে আরও বলা হয়, ‘অন্যদের আরও দীর্ঘ সময় ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। যেমন (ভীমা)–কোরেগাঁও মামলায় যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা (চিকিৎসাসহ বিভিন্ন কারণে আদালত যাঁদের জামিনে মুক্তি দিয়েছেন তাঁরা ব্যতীত) কোনো বিচার ছাড়াই পাঁচ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।’


১৬ শিক্ষাবিদ বলেছেন, দিল্লির দাঙ্গায় অভিযুক্ত অনেককে দীর্ঘ সময় কারাবন্দী করে রাখা হয়েছে। এই সময়টা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগে যে সর্বোচ্চ সাজা হয়, তার চেয়েও বেশি।


ভারতে ঘটে যাওয়া এসব ঘটনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেওয়ার আহ্বান জানান ১৬ শিক্ষাবিদ। একই সঙ্গে ভারতে গণতন্ত্র ও নাগরিক অধিকার সুরক্ষিত রাখতে দেশটির কর্তৃপক্ষ, বিশেষ করে বিচার বিভাগকে আহ্বান জানান তাঁরা।


এদিকে আলাদা একটি বিবৃতিতে অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভারত যে গণতন্ত্রের দাবি করে, তা অভিযুক্ত মানুষকে বিনা বিচারে কারাবন্দী করে রাখার চর্চার মাধ্যমে ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যাত’ হয়েছে।


তিনি বলেন, ভারতে আইনের অপব্যবহার হচ্ছে। তবে দেশটি সবচেয়ে নিকৃষ্ট যেসব অন্যায় করছে, নিশ্চিতভাবে তার একটি হচ্ছে বিনা বিচারে কারাবন্দী করে রাখা

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...