Wednesday, March 13, 2024

আগে মুক্তি পাওয়া নাবিক বললেন ‘জিম্মি থাকা নাবিকদের একটু স্মার্টলি পরিস্থিতি মোকাবিলা করতে হবে’

 

    ‘গোল্ডেন হক’ নামের জাহাজটি বাংলাদেশের কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর এর নাম হয় ‘এমভি আবদুল্লাহ’। ২৩ নাবিক, ক্রুসহ জাহাজটি জিম্মি করেছে সোমালিয়ার জলদস্যুরা

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি থাকা চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ও ক্রুর জীবনের নিরাপত্তা নিয়ে তাঁদের স্বজনেরা বেশ উদ্বেগে রয়েছেন। শঙ্কায় রয়েছেন জাহাজের মালিকসহ সবাই।


এর আগে জিম্মিদশা থেকে মুক্ত হয়েছেন জার্মান জাহাজ মারিডা মার্গারিটার প্রধান কর্মকর্তা বাংলাদেশি জাফর ইকবাল। এখনকার পরিস্থিতি নিয়ে তিনি বললেন, ‘জিম্মি থাকা নাবিকদের একটু স্মার্টলি পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কিন্তু এটা সত্য, তাঁদের চরম মানসিক চাপে রাখবে।’


এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিল কবির গ্রুপের আরেকটি জাহাজ এমভি জাহান মণি। ওই সময় জাহাজটিতে ২৫ জন নাবিক-ক্রু ও প্রধান প্রকৌশলীর স্ত্রী ছিলেন। অপহরণের ১০০ দিন পরে, ২০১১ সালের ১৩ মার্চ ভোরে জলদস্যুরা পণবন্দীদের মুক্তি দেয়।


তারও কিছুদিন আগে জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হন জাফর ইকবাল। মারিডা মার্গারিটার ২২ জন নাবিক-ক্রুকে জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। তাঁদের মধ্যে জাফর ইকবালসহ দুজন বাংলাদেশি ছিলেন।


জাফর ইকবাল এখন অস্ট্রেলিয়ার পার্থে থাকেন। ২৩৪ দিনের জিম্মিদশার অভিজ্ঞতা নিয়ে গতকাল বুধবার রাতে তাঁর সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি বললেন, ‘এমভি আবদুল্লাহর নাবিক-ক্রুরা কঠিন সময় অতিক্রম করছেন।’


পরিস্থিতি বোঝাতে গিয়ে জাফর ইকবাল বলেন, ‘জিম্মি অবস্থায় থাকা সবার মানসিকতা একই রকম থাকে না। চাপ নেওয়ার ক্ষমতা সবার একই না। কঠিন সময়টা তাঁদের উতরে যেতে হবে।’


ক্রুদের মেরে ফেলবে—সোমালিয়ানদের এমন কোনো ইনটেনশন থাকার কথা নয়। কারণ, তাঁদের মেরে ফেললে তারা লাভবান হতে পারবে না। তাঁদের জিন্মি করেই অর্থ পেতে হবে তাদের। - জাফর ইকবাল, জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি নাবিক।


জলদস্যুরা হয়তো কাউকে হত্যা করবে না—এমনটাই প্রত্যাশা জাফর ইকবালের। তিনি বলেন, ‘নাবিকদের মেরে ফেলবে—সোমালিয়ানদের এমন কোনো অভিপ্রায় থাকার কথা নয়। কারণ, তাঁদের মেরে ফেললে তারা লাভবান হতে পারবে না। তাঁদের জিম্মি করেই অর্থ পেতে হবে তাদের।’


পরিস্থিতি ‘স্মার্টলি’ মোকাবিলা করতে হবে বলে মত জাফর ইকবালের। তিনি বলেন, ‘জিম্মি থাকা নাবিকদের একটু স্মার্টলি পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কিন্তু এটা সত্য, তাঁদের চরম মানসিক চাপে রাখবে।’


জাফর ইকবালের বাড়ি ফেনীতে। বেড়ে উঠেছেন চট্টগ্রাম নগরে। এখন অস্ট্রেলিয়ার পার্থে ‘ইন্টারটেক অস্ট্রেলিয়া’ নামে একটি শিপিং প্রতিষ্ঠানের অপারেশন ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। পার্থে বসেই জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ সম্পর্কে খোঁজখবর রাখছেন।



No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...