রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কোর কনসার্ট হলে হামলা লানোর মতো সক্ষমতা ইসলামিক স্টেটের (আইএস) আছে বলে বিশ্বাস করাটা খুবই কঠিন।
গতকাল বুধবার তিনি এ কথা বলেছেন। তাঁর দাবি, শুক্রবার ক্রোকাস সিটি হলে বন্দুকধারীর হামলার পেছনে ইউক্রেনের হাত আছে।
গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। গত ২০ বছরের মধ্যে এটি রাশিয়ায় হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলা।
রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ওই হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, নিহতের সংখ্যা ১৪৩। এর আগে কর্মকর্তারা নিহতের সংখ্যা ১৩৯ বলে জানিয়েছিলেন।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, আইএসের আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান (আইএসকে) এ হামলা চালিয়েছে বলে তাঁদের কাছে গোয়েন্দা তথ্য আছে। ইউক্রেন বারবারই বলে আসছে, এ হামলার ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।
মঙ্গলবার বেলারুশের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বন্দুকধারীরা শুরুতে তাঁর দেশে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু তারা যখন বুঝতে পেরেছিল বেলারুশ সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তারা পথ পাল্টে ইউক্রেনে যাওয়ার চেষ্টা করেছে।

No comments:
Post a Comment