রাফায় ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হওয়া ফিলিস্তিনি পুলিশের গাড়ি
গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ছয় ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাফার কাছে খিরবাত আল আদাস এলাকায় ফিলিস্তিনি পুলিশের গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেছে, হামলার শিকার ওই পুলিশ কর্মকর্তারা আটাভর্তি একটি ত্রাণবাহী ট্রাককে নিরাপত্তা পাহারায় নিয়ে যাচ্ছিলেন। ওই কর্মকর্তারা একটি গাড়ির ভেতর ছিলেন। সে গাড়ির ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা হয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা এএফপির ফটোগ্রাফার বলেন, বিধ্বস্ত গাড়ির কিছু অংশজুড়ে তিনি রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেছেন। গাড়িটিতে পুলিশ বাহিনীর প্রতীক লাগানো ছিল।
গাজা উপত্যকার মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষের বসবাস রাফা শহরে। সম্প্রতি শহরটিতে যানবাহন ও ভবনের ওপর বারবারই হামলা হতে দেখা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, গত বছরের ৭ অক্টোবর থেকে উপত্যকাটিতে চলমান ইসরায়েলি হামলায় অন্তত ২৭ হাজার ৫৮৫ জন নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।

No comments:
Post a Comment