Sunday, February 18, 2024

তল্লাশির সময় ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য জাপটে ধরলেন মাদক ব্যবসায়ীকে

 

    চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তল্লাশির সময় রাজন বিশ্বাস (২৮) নামের এক মাদক ব্যবসায়ী পুলিশ সদস্য মো. আসাদুজ্জামানকে (৩০) ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। তবে আহত হওয়ার পরও ওই মাদক ব্যবসায়ীকে জাপটে ধরেন আসাদুজ্জামান।


গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার মনোহরপুর এলাকায় জীবননগর-চুয়াডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটেছে। জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আহত আসাদুজ্জামান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য। তাঁকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।


হামলার ঘটনায় আটক রাজন বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার পবাহাটি গ্রামের বাসিন্দা। তাঁর কাছ থেকে ছুরি, ৪৮ বোতল ফেনসিডিল ও মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) নাজিমউদ্দিন আল আজাদ বলেন, গতকাল রাত আটটার দিকে উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মনোহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।


ডিবি সদস্যরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রাজনকে দাঁড় করান। এরপর তল্লাশি করতে গেলে ওই মাদক ব্যবসায়ী ছুরি দিয়ে কনস্টেবল আসাদুজ্জামানের পেটে আঘাত করেন।


মোটা জ্যাকেট ভেদ করে পেটের চামড়া কেটে আহত হন ওই কনস্টেবল। ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করলেও আসাদুজ্জামান সাহসিকতার সঙ্গে অপরাধীকে জাপটে ধরে রাখেন। এরপর তাঁকে আটক করা হয়।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...