Thursday, December 7, 2023

এক বছরে তিনবার বিধ্বস্ত, অস্প্রে উড়োজাহাজ না ওড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

 

    ভি-২২ অস্প্রে উড়োজাহাজ

ভি-২২ অস্প্রের সব উড়োজাহাজের ওড়াউড়ি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে জাপানের উপকূলে একটি ভি-২২ অস্প্রে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ ঘোষণা দেওয়া হয়েছে। ওই বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর আট সদস্য নিহত হন।


যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মারাত্মক দুর্ঘটনাটি কী কারণে ঘটেছে, তা জানতে তদন্ত চলমান থাকায় ঝুঁকি কমাতে বিমানবাহিনী সিদ্ধান্তটি নিয়েছে।’


‘তদন্তের প্রাথমিক তথ্য থেকে আভাস মিলেছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ ত্রুটির অন্তর্নিহিত কারণ এ মুহূর্তে জানা যায়নি।’


বিবৃতিতে আরও বলা হয়, অস্প্রে উড়োজাহাজের ওড়া বন্ধ রাখার মধ্য দিয়ে সাম্প্রতিক ওই দুর্ঘটনা নিয়ে নিবিড় তদন্তের সময় ও সুযোগ পাওয়া যাবে। এতে ভি-২২ উড়োজাহাজের ফ্লাইট চলাচল আবারও শুরু করার জন্য সুপারিশও প্রস্তুত করা যাবে।


দুর্ঘটনাটির পর জাপান তাদের নিজস্ব অস্প্রে উড়োজাহাজের ফ্লাইট চলাচল স্থগিত করেছে। পূর্বসতর্কতা হিসেবে জাপানের আকাশসীমায় মার্কিন সামরিক বাহিনীকেও একই কাজ করতে বলা হয়েছে।


যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ প্রস্তুতকারী কোম্পানি বোয়িং এবং হেলিকপ্টার প্রস্তুতকারী কোম্পানি বেল যৌথভাবে ভি-২২ অস্প্রে উড়োজাহাজ তৈরি করেছে। এর নকশায় উড়োজাহাজ ও হেলিকপ্টার দুটোরই সংমিশ্রণ আছে। ভি-২২ অস্প্রে উড়োজাহাজটি হেলিকপ্টারের মতো করে উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে।


তবে পরপর কয়েকটি দুর্ঘটনাকে কেন্দ্র করে এ উড়োজাহাজের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আগস্টের শেষের দিকে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে অস্প্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হন। ২০২২ সালে নরওয়েতে ন্যাটোর প্রশিক্ষণ চলাকালে ভি-২২ বিধ্বস্ত হয়ে আরও চারজন নিহত হন। সবশেষ নভেম্বরে জাপানের ইয়াকুশিমা দ্বীপে ভি-২২ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আটজন নিহত হন।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...