Tuesday, December 5, 2023

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

 

    সেন্ট মার্টিন

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’–এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আজ বুধবার থেকে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ৯৭০ পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যান। এর মধ্যে অনেকে ফেরত এলেও সাড়ে চার শতাধিক পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করছেন।


বিআইডব্লিটিএ টেকনাফের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, আবহাওয়া অধিদপ্তর সতর্কসংকেত জারি করায় আজ সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ।


সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজে সাড়ে চার শতাধিক পর্যটক অবস্থান করছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, সতর্কসংকেত প্রত্যাহার করা হলে টেকনাফ থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে। তখন দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকেরা ফিরতে পারবেন।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...