Thursday, December 7, 2023

পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক

 

    পবিত্র কোরআন

পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক। গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে আইনটি পাস হয়। মুসলিম দেশগুলোর ক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটি এই পদক্ষেপ নিয়েছে।


এই আইন পাসের পর কেউ পবিত্র কোরআন পোড়ালে, সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হবে। পাশাপাশি জরিমানাও করা হবে।


গত জানুয়ারি মাসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন রাসমুস পালুদান নামের একজন ব্যক্তি। তিনি ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।

ওই ঘটনায় মুসলিম দেশগুলো ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। এ পরিপ্রেক্ষিতে দেশটি পবিত্র কোরআন পোড়ানো বন্ধের সিদ্ধান্ত নেয়।


গতকাল আইনটি পাসের আগের ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ জন সংসদ সদস্য আইনটির পক্ষে ভোট দেন। অপর দিকে আইনের বিপক্ষে ভোট পড়ে ৭৭টি।


আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেছেন, ‘এই আইন মতপ্রকাশে স্বাধীনতা হরণ করবে।’


তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেছেন, ‘আইনে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ বলে গণ্য হবে না।’

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...